২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্মার্ট আংটি

স্মার্ট আংটি -

স্মার্ট আংটিটি তৈরি করেছে হ্যাপি হেলথ। দেখতে সাধারণ আংটির মতো হলেও এর ভেতরে রয়েছে বায়োমেট্রিক সেন্সর ও ব্যাটারি। সেন্সরটি চামড়ার নিচে থাকা স্নায়ুতন্ত্রের কার্যক্রম পর্যালোচনা করে ব্যবহারকারীর মানসিক চাপের মাত্রা শনাক্ত করে। তথ্যগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করে ব্যবহারকারীদের মুঠোফোনে নিয়মিত বার্তা পাঠাতে থাকে। আংটির ভেতরে থাকা ব্যাটারি তিন দিন পরপর চার্জ করতে হয়।
ব্যবহারকারীর মানসিক অবস্থা বায়োমেট্রিক সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে শনাক্ত করতে পারে হ্যাপি রিং। ইলেক্ট্রোডারমাল অ্যাকটিভিটি সেন্সরযুক্ত এ স্মার্ট আংটি আঙুলের চামড়ার স্নায়ুতন্ত্র বিশ্লেষণ করে ব্যবহারকারীর মেজাজ কেমন তা জানতে পারে।
শুধু তা-ই নয়, অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীকে শান্ত বা সতর্ক হওয়ার পরামর্শও দেয়। আইওএস অপারেটিং সিস্টেমে চলা অ্যাপের মাধ্যমে তথ্য পাঠাতে সক্ষম স্মার্ট এ আংটি শিগগিরই যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে।


আরো সংবাদ



premium cement